নিজস্ব প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়ালবাড়ি আমতলা ইউনিয়নের কইলাটি গ্রামে মলয় বিশ্বাস (বিহারী) বাড়ি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। আনজু মিয়া অভিযোগ করেছেন, স্থানীয় ইউপি সদস্য সবুজ মিয়ার নেতৃত্বে সন্ত্রাসীরা তার জমির কলাগাছ কেটে পুকুরের মাছ লুট করেছে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অন্যদিকে কেয়ারটেকার দিপালী রানী দাস দাবি করেছেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। তার বক্তব্য, মলয় বিশ্বাসের মৃত্যুর পর থেকে তার পরিবার ওই বাড়ির দেখাশোনা করে আসছিল। ২০১৭ সালে জোরপূর্বক উচ্ছেদ হলেও বর্তমানে গ্রামবাসীর সহযোগিতায় তারা পুনরায় বাড়ির দখল নিয়েছেন।
এ বিষয়ে ইউপি সদস্য সবুজ মিয়া বলেন, তিনি কেবল গ্রামবাসীর সহায়তায় দিপালী রানীর পরিবারকে বসবাসের সুযোগ করে দিয়েছেন, এতে তার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই।
কেন্দুয়া থানার ওসি (তদন্ত) জানান, উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin