প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ৯:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৫, ২০২৫, ১২:৩১ পি.এম
নওগাঁ শহরে নতুন মাছের আড়তের যাত্রা শুরু
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় নতুন একটি পাইকারি মাছের আড়তের যাত্রা শুরু হয়েছে। সোমবার সকাল ৭টা থেকে শহরের বাইপাস চকপাথুরিয়া এলাকায় বড় বাজার মৎস্য আড়ৎ সমিতি নামে এর যাত্রা শুরু হয়। সেখানে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন - জেলা মৎস্য অফিসার ফেরদৌস আলী।
এসময় নওগাঁ পৌর মৎস্য ব্যবসায়ি সমিতির সভাপতি মতিয়ার রহমান বেগ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- সদর উপজেলা মৎস্য অফিসার ড. মোঃ বায়েজিদ আলম, জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম, বিশিষ্ট ব্যবসায়ি আনিছুর রহমান সহ অন্যরা। এসময় মাছ চাষী, ব্যবসায়ি ও আড়ৎদাররা উপস্থিত ছিলেন।
নওগাঁ শহরের মাঝে অবস্থিত পৌর মাছের আড়ৎ। এর পাশেই খুচরা সবজি বাজার, মুরগি, ডিম, গুড়, চাল ও মুদি দোকান রয়েছে। সেখানে কয়েকটি বাজার থাকায় মাছের আড়তের জায়গটি ছোট হয়ে গেছে। এছাড়া সড়কও সরু। এতে মাছের গাড়ি আসা-যাওয়া অনেকটা কষ্ট সাধ্য হয়ে উঠে। মাছ চাষীরা সময়মত মাছের গাড়ি এ আড়তে নিয়ে আসতে পারে না। যদি আড়তের সময় সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত। কিন্তু যানজটের কারণে গাড়ি আসতেই সকাল ১০টা লেগে যায়। মাছ চাষীরা সময় মতো মাছের গাড়ি নিয়ে আসতে না পারায় ভাল পাওয়া থেকে বঞ্চিত হয়। আবার ভাল দাম পাওয়ার আসায় এবং যোগাযোগ ব্যবস্থা ভাল হওয়ায় মাছ চাষীরা পাশের বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহের মাছ বিক্রির জন্য নিয়ে যায়। এর বিকল্প হিসেবে শহরের বাইপাস পার্কের পূর্বপাশে চকপাথুলিরা এলাকায় প্রধান সড়কের পাশে বড় বাজার মৎস্য আড়ৎ সমিতি নামে নতুন করে আড়ৎ চালু করা হয়েছে। এ আড়তটি সম্ভবনাময়। আগামীতে বাইপাসে নওগাঁ বিশ্ববিদ্যালয় ও নওগাঁ মেডিকেল কলেজ হওয়ার সম্ভবনা রয়েছে। এছাড়া কয়েকটি মাদরাসা, কারিগরি কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
মাছ চাষীরা জানান- এ আড়তে যোগাযোগ ব্যবস্থা ভাল। কোন যানজট নেই। এমনকি মাছের গাড়ি আড়ৎ পর্যন্ত যাবে। মাছ হারিয়ে যাওয়ার কোন ভয় নেই। শহরের পৌর মাছের আড়তের জায়গাটি তুলনামুলক ছোট হওয়ায় মাছের গাড়ি নিয়ে সহজে আসা-যাওয়া সম্ভব হয়না। যানজটের কারণে গাড়িগুলো আটকা পড়ে সময়মতো যেতে না পারায় দামও পাওয়া যেতো না। তবে নতুন আড়ৎ চালু হওয়ায় মাছ চাষী ও ব্যবসায়িদের জন্য সুবিধা হয়েছে।
নওগাঁ পৌর মৎস্য ব্যবসায়ি সমিতির সভাপতি মতিয়ার রহমান বেগ বলেন- নতুন এ বড় বাজার মৎস্য আড়ৎ সমিতিতে ২৫টি আড়ৎ রয়েছে। প্রতিদিন ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত মাছ বেচাকেনা হবে। এ আড়তে মাছ চাষীদের মাছে পানি ও গাড়ি ভাড়া দিতে হবে না। পাশাপাশি থাকা-খাওয়া ও নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। এছাড়া ৪৩ কেজিতে মন মাছ কেনা হবে। এ আড়ৎ থেকে যে কেউ সর্বোনিম্ন ৫ কেজি পর্যন্ত মাছ কিনতে পারবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin