নিউজ ডেক্স: সিআইডি সদর দপ্তর ঢাকায় সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম এর সাথে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর প্রতিনিধি দলের একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলে ছিলেন এফবিআই-এর Assistant Legal Attaché Mr. Robert J. Cameron এবং Police Liaison Specialist Mr. Mohammad Aminul Islam। এসময় প্রতিনিধি দল সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম বিভাগ ও সাইবার পুলিশ সেন্টারের কর্মকর্তাদের সাথেও মতবিনিময় করেন।
আলোচনায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক আইনগত সহায়তা (Mutual Legal Assistance) এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সন্ত্রাসবাদ, সাইবার অপরাধ ও আর্থিক অপরাধ প্রতিরোধে যৌথ কর্মপদ্ধতি ও ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়েও মতবিনিময় করা হয়।
সভায় সিআইডির ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, বিশেষ পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin