প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ৯:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৬, ২০২৫, ১২:২৩ পি.এম
পিরোজপুর একজন অজ্ঞতনামা মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের ঘটনায় আসামী গ্রেফতার

মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ রাসেল, পিরোজপুর জেলা প্রতিনিধি: আজ ২৬.৮.২০২৫ তারিখ সকাল আনুমানিক ৯:৩০ ঘটিকায় ভান্ডারিয়া থানা পুলিশ একটি ফেইসবুক পেইজ এর মাধ্যমে একজন মানসিক ভারসাম্যহীন নারীকে একটি দোকানের সামনে বেঞ্চের উপরে ধর্ষণ করার একটি ভিডিও দেখতে পায়। অফিসার ইনচার্জ ভান্ডারিয়া থানা বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক পুলিশ সুপার পিরোজপুর মহোদয় কে অবগত করেন। পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব খান মোহাম্মদ আবু নাসের মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মঠবাড়িয়া সার্কেল এর নেতৃত্বে ভান্ডারিয়া থানা পুলিশ জেলা গোয়েন্দা শাখা ও জেলা বিশেষ শাখা পিরোজপুর যৌথ অভিযান পরিচালনা করেন এবং দ্রুত সময়ের মধ্যে ঘটনা উদঘাটন পূর্বক আসামি জাহিদ ও ভিডিও ধারণকারী সাংবাদিক জিয়াউল ইসলাম জিহাদ কে গ্রেফতার করতে সক্ষম হন এবং ভিকটিমকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে গতকাল ২৫.০৮.২০২৫ তারিখ পিরোজপুর জেলাধীন ভান্ডারিয়া থানার হাসপাতাল মোরে ফারুকের দোকানের সামনে একটি বেঞ্চের উপরে রাত আনুমানিক ২.৩০ ঘটিকায় থেকে ৩ ঘটিকার মধ্যে মোঃ জাহিদ ৪০ পিতা মোজাহার হাওলাদার শিয়ালকাঠি ওয়ার্ড নং ০১ থানা ভান্ডারিয়া জেলা পিরোজপুর একজন অজ্ঞতনামা মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ করে। আসামি জাহিদ পেশায় একজন ভাসমান দিনমজুর। ইতিপূর্বে সে রিক্সা ও অটো রিক্সা চালিয়ে জীবন যাপন করতেন। উক্ত ঘটনাটি মোহাম্মদ জিয়াউল ইসলাম জিহাদ ৩২ পিতা মৃত আশরাফ আলী দক্ষিণ শিয়ালকাঠি থানা ভান্ডারিয়া জেলা পিরোজপুর দৈনিক কীর্তনখোলা পত্রিকার ভান্ডারিয়া প্রতিনিধি দেখতে পেয়ে তার মুঠোফোনে ভিডিও ধারণ করেন।
তিনি আসামি জাহিদ কে তখনই বিষয়টি জানান এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছরিয়ে দেওয়ার হুমকি দেন। পরবর্তীতে তিনি উক্ত ভিডিওটি তার নিজের ব্যবহৃত ফেইসবুক পেজ থেকে আপলোড করলে তা পুলিশের নজরে আসে এবং পুলিশ বিষয়টি আমলে নিয়ে যথাসম্ভব দ্রুততার সাথে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। জিয়াউল ইসলাম জিহাদ এর নিকট থেকে ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করে পুলিশ। অত্র বিষয় মামলা রুজু সহ অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin