প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ৪:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৬, ২০২৫, ৩:৩০ পি.এম
রাণীনগরে খামার থেকে গরু-মহিষ চুরি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে খামারের তালা কেটে দুটি মহিষ ও একটি গরু চুরির ঘটনা ঘটেছে।
সোমবার দিবাগত রাতে উপজেলার কালীগ্রাম কয়াপাড়া চান্দারপুকুর গ্রামের মহির আলীর ছেলে খুবসুরত আলীর খামার থেকে এই চুরির ঘটনা ঘটে। এঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
খুবসুরত আলীর স্ত্রী মাবিয়া বিবি জানান,আবাদপুকুর-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পার্শ্বেই চান্দারপুকুর নামক এলাকায় তাদের বাসা। বাসার সাথে লাগানো একটি খামার রয়েছে। খামারে ৩টি মহিষ ও একটি গরু সহ বেশকিছু ভেঁড়া ছিল। সোমবার রাতে খামারে তালা দিয়ে ঘুমিয়ে পরেন। মঙ্গলবার খুব সকালে ঘুম থেকে জেগে জানালা দিয়ে দেখতে পান খামারের দরজা খোলা। এসময় বাসার মেইন দরজা খুলতে গিয়ে দেখতে পান বাহির থেকে শিকল লাগানো। পরে পিছনের দরজা খুলে বাহিরে বের হয়ে দেখেন চোরেরা তিনটি মহিষের মধ্যে দুটি মহিষ এবং একটি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। মহিষ দুটির মুল্য প্রায় তিন লাখ টাকা এবং একটি গরুর মুল্য এক লাখ টাকা হবে বলে জানিয়েছেন তিনি। এতে তার প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin