প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ৯:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৬, ২০২৫, ৩:৫২ পি.এম
পুলিশ সুপার পঞ্চগড়,কর্তৃক বোদা থানা বার্ষিক পরিদর্শন

বোদা থানা বার্ষিক পরিদর্শন করেন পঞ্চগড় জেলার সুযোগ পুলিশ সুপার,জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
পুলিশ সুপার বোদা থানায় পৌছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান বোদা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আজিম উদ্দিন, ফুলেল শুভেচ্ছা শেষে অফিসার ইনচার্জ সাহেবের নের্তৃত্বে অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকষ দল পুলিশ সুপারকে সালামী প্রদান করেন।
পুলিশ সুপার পরিদর্শনের সময় অফিসে রক্ষিত বিভিন্ন রেজিস্টারের হালনাগাদ তদারকি করেন, থানার মালখানা, হাজতখানা, ব্যারাক পরিদর্শন করেন। অফিসার ও ফোর্সদের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন সেই সাথে থানার চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন অফিসার ইনচার্জ কে নিদের্শ প্রদান করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
পরবর্তীতে পুলিশ সুুপার বোদা থানা সম্প্রসারিত মালখানা ভবনের শুভ উদ্বোধন করেন।
বোদা থানা পরিদর্শন শেষে পুলিশ সুপার পরিদর্শন বহিতে মতামত লিপিবদ্ধ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ জনাব মোঃ আজিম উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ রেজওয়ানুল হক মন্ডল সহ থানার সকল অফিসার ও ফোর্সবৃন্দ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin