প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ২:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৭, ২০২৫, ৭:০৬ এ.এম
মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকা হতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ০৩ জন ছিনতাইকারীকে সামুরাইসহ গ্রেপ্তার করেছে র্যাব – ২

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার এলাকা হতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ০৩ জন সক্রিয় সদস্য ১। মোঃ মিরাজ হোসেন (২০) ২। মোঃ সেলিম হোসেন (৩০) ৩। মোঃ শায়োন মিয়া (২২) দেরকে দেশীয় অস্ত্র সামুরাইসহ অদ্য ২৬ আগষ্ট ২০২৫ইং তারিখ রাতে গ্রেপ্তার করেছে র্যাব-২। উদ্ধার করা হয় ছিনতাই কাজে ব্যবহৃত ০৬ টি সামুরাই ও ০১ টি ডেগার।
অদ্য ২৬ আগষ্ট ২০২৫ ইং তারিখ রাতে র্যাব-২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ছিনতাইকারীরা ছিনতাই করার উদ্দেশ্যে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার এলাকায় অবস্থান করছে। এরই ধারাবাহিকতায়, প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে র্যাব-২ এর আভিযানিক দল উক্ত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। ঘটনাস্থলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা দৌঁড়ে পালানোর চেষ্টাকালে ১। মোঃ মিরাজ হোসেন (২০) ২। মোঃ সেলিম হোসেন (৩০) ৩। মোঃ শায়োন মিয়া (২২) দেরকে দেশীয় অস্ত্র সামুরাইসহ আটক করা হয়। পরবর্তীতে আসামিদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত ০৬ টি সামুরাই ও ০১ টি ডেগার উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মোহাম্মদপুর, আদাবর এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি, চুরি, ও চাঁদাবাজি করে আসছিল। তারা উক্ত স্থানে ছিনতাই করার উদ্দেশ্যে একত্রিত হয়েছিল মর্মে স্বীকার করে। গ্রেপ্তারকৃত আসামিরা আরো জানায় যে, তারা চাপাতি, সামুরাই, চাকু ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে ভয় ভীতি দেখিয়ে পথচারীদের নিকট থাকা নগদ টাকা-পয়সা, মোবাইল ও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নেওয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে র্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
উপরোক্ত বিষয়ে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin