প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ১:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৭, ২০২৫, ২:২২ পি.এম
উলিপুরে ১৬ কেজি গাঁজা ও ১টি অটোরিক্সা জব্দসহ ৩ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে ডিবি কুড়িগ্রাম

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রাম জেলার উলিপুর থানাধীন আনন্দ বাজার এলাকায় মাদক বিরোধী অভিযানে ১৬ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি অটোরিক্সা জব্দসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুড়িগ্রামের একটি চৌকস টিম । গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ী থানাধীন চন্দখানা এলাকার মোঃ গোলজার হোসেন (২৫), মোঃ সবুজ মিয়া (২১) ও বুড়ির চর এলাকার মোঃ রাসেল মিয়া (২৩)।
আজ বুধবার (২৭ আগস্ট ২০২৫ খ্রি.) দুপুর আনুমানিক ১২.৩০ ঘটিকায় উলিপুর থানাধীন আনন্দ বাজার এলাকায় মাদক বিরোধী অভিযানে ১৬ কেজি গাঁজাসহ উক্ত মাদক কারবারিদের গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন উলিপুরে ১৬ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে ডিবি কুড়িগ্রামের একটি চৌকস টিম। উক্ত বিষয়ে কুড়িগ্রামের উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin