নিজস্ব প্রতিনিধি: বাংলদেশ জাতীয়তাবাদি দল বিএনপির সহযোগি সংগঠন বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জ শাখার যৌথ উদ্যোগে এই প্রথমবারের মতো পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে শহরের শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক অশোক তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাডভোকেট দিপংঙ্কর বণিক সুজিতের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন,যুগ্ম আহবায়ক ভাস্কর রায়,শংকর কুমার দাস,রাজন তালুকদার,অজিত দাস,রজ্ঞিত সূত্রধর কৃষ্ণ মোহন রায় ও ব্রজেশ রঞ্জন চৌধুরী। এছাড়া জেলার ১২টি উপজেলার বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দরা বলেন বিগত আওয়ামীলীগ সরকারের আমলে শহীদ জিয়া,বিএনপির চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই সংগঠনটি ২০০২ সালে প্রতিষ্ঠা করা হলে ও কার্যক্রম পরিচালনা করতে দেয়া হয়নি। ফ্যাসিস আওয়ামীলীগ সরকারের পতনের পর বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের আমলে দলের নির্দেশে সারাদেশের ন্যায় সংখ্যালঘুদের আগামীতে মডেল মন্দির গীর্জা ও পাগোটা নিমার্ণসহ তাদের নিশিরচত নিরাপত্তার পাশাপাশি ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের মাধ্যমে একটি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ বির্নিমাণের লক্ষে কাজ করে যাওয়ার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন। তারা আগামী শাহদীয় দূর্গাপূজা নির্বিঘেœ পালনের জন্য সরকার ও প্রশাসনের নিকট দাবি জানান।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin