মোঃ কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বুধবার (২৭ আগস্ট) দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা বালুমহাল ও রাবার ড্যাম পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, উপজেলা নির্বাহী অফিসার ও ওসি দোয়ারাবাজার, উপজেলা প্রকৌশলী, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা। স্থানীয় বাসিন্দারা এ সময় রাবার ড্যাম সংরক্ষণ, নদীভাঙন প্রতিরোধে নদীতে ড্রেজার বন্ধ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বাজার ব্যবস্থাপনা উন্নতকরণসহ নানা জনগুরুত্বপূর্ণ দাবি জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেন। এর মধ্যে রয়েছে— খাসিয়ামারা নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা যাবে না এবং রাবার ড্যামের ভেতরে স্টিলবডি নৌকা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। আগামী ৭ দিনের মধ্যে ইজারাদার পক্ষকে রাবার ড্যামের উত্তর পার্শ্ব থেকে সব ড্রেজার ও স্টিলবডি নৌকা অপসারণের নির্দেশ।
এলজিইডি সুনামগঞ্জ রাবার ড্যামের ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রতিবেদন দেবে এবং ক্ষতিপূরণ ইজারাদারের কাছ থেকে আদায় করা হবে। লিয়াকতগঞ্জ বাজারে ড্রেন নির্মাণ ও একটি পাবলিক টয়লেট স্থাপন করা হবে। খাসিয়ামারা রাবার ড্যামের প্রান্ত থেকে লিয়াকতগঞ্জ বাজার পর্যন্ত বেড়িবাঁধে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। জেলা প্রশাসকের এসব নির্দেশনায় এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রতিফলন ঘটবে বলে মনে করছেন স্থানীয়রা।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin