প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ১১:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৮, ২০২৫, ১:২৫ পি.এম
পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের আন্তঃ শ্রেণী ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: আজ ২৮ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ নাটোর এর আয়োজনে আন্তঃ শ্রেণী ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জনাব মোহাম্মদ আমজাদ হোসাইন, পিপিএম পুলিশ সুপার, নাটোর ও সভাপতি, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ নাটোর উপস্থিত ছিলেন ।
পুলিশ সুপার, নাটোর পুলিশ লাইন্স স্কুলের শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে এ ধরনের আয়োজনে ভবিষ্যতে আরো সহযোগিতা করার আশ্বাস দেন। তিনি ছাত্র-ছাত্রীদের খেলাধুলার চর্চার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।
পুলিশ সুপার, নাটোর শ্রেণীভিত্তিক ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি, মেডেল ও পুরস্কার তুলে দেন।
এ সময় নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মাহমুদা শারমিন নেলী, সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) জনাব সনজয় কুমার সরকার, নাটোরের অতিরিক্ত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমিন লাবু, জনাব শোভন কুমার গোস্বামী, (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ নাটোরসহ সহকারী শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin