প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ১১:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৮, ২০২৫, ৩:৫১ পি.এম
নাটোর জেলা হতে বদলিজনিত পুলিশ সদস্যদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: নাটোর জেলা হতে বিভিন্ন ইউনিটে বদলিজনিত ১৫ জন পুলিশ সদস্যদের বিদায় সংবর্ধনা জনাব মোহাম্মদ আমজাদ হোসাইন, পিপিএম পুলিশ সুপার, নাটোরের সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার, নাটোর তার বক্তব্যে বদলিজনিত সদস্যদের নতুন কর্মস্থলের সাফল্য কামনা করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন। তিনি বলেন, নাটোরে কর্মরত থাকার সময় বিদায়ী পুলিশ সদস্যরা জেলা পুলিশের ভাবমূর্তি উজ্জল এবং সমুন্নত রাখতে ভূমিকা রেখেছেন। পুলিশ সুপার বিদায়ী পুলিশ সদস্যদের নতুন কর্মস্থলে নিজ নিজ যোগ্যতায় ভূমিকা রেখে বাংলাদেশ পুলিশের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি উজ্জল করতে কাজ করার আহ্বান জানান।
এ সময় নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মাহমুদা শারমিন নেলী, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) জনাব শোভন চন্দ্র হোড়, সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) জনাব সনজয় কুমার সরকার, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমিন লাবুসহ অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin