প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ১১:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৮, ২০২৫, ৪:০১ পি.এম
রামগড়ে চাঞ্চল্যকর মা ও মেয়ে জোড়া খুনের ঘটনায় আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: গত ২১ আগস্ট ২০২৫ তারিখে রামগড় থানাধীন ৭নং ওয়ার্ড এর পূর্ব বাগানটিলার বাসিন্দা ভিকটিম রাহেনা খাতুন (৪০) এবং আমেনা খাতুন (৮৮) দ্বয়কে ঘটনার দিন আসামী সাইফুল ইসলাম (৩৫) তার দাদীর বাড়িতে এসে টাকা চাইলে ভিকটিমদ্বয় তাকে গালমন্দ করে। এরপর আসামি না খেয়ে দাদীর ঘরে শুয়ে থাকে এবং হত্যার পরিকল্পনা করে। রাত গভীর হলে আসামীর দাদী এবং ফুফু পার্শ্ববর্তী দুইটি কক্ষে ঘুমিয়ে গেলে আসামি দাদীর ঘরে থাকা বাঁশ কাটার দা দিয়ে প্রথমে ফুফু রাহেনা খাতুন (৪০) এর গলায় সজোরে কোপ দিয়ে হত্যা করে এরপর দাদী আমেনা খাতুন (৮৮) কেও একইভাবে হত্যা করে।
সংগঠিত এই নৃশংস হত্যা কান্ডের পর থেকে পুলিশ সুপার জনাব মোঃ আরফিন জুয়েল বিপিএম মহোদয় এর সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ওবাইন, পিপিএম, রামগড় সার্কেল এর তত্ত্বাবধানে রামগড় থানা একটি বিশেষ আভিযানিক টিম হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার এর লক্ষ্যে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। দ্রুততম সময়ে অভিযানিক দলটি তথ্য প্রযুক্তির সহয়তায় অভিযান পরিচালনা করে হত্যা কান্ডের সাথে জড়িত মূল আসামী সাইফুল ইসলাম (৩৫) কে গত ২৭ আগস্ট ২০২৫ খ্রি. রাতে ফেনী থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin