প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ৯:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৮, ২০২৫, ৪:১০ পি.এম
কালিগঞ্জ থানা পুলিশ কর্তৃক মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম এর দিকনির্দেশনায় জনাব মুহাম্মদ হাফিজুর রহমান, অফিসার ইনচার্জ, কালিগঞ্জ থানার নেতৃত্বে অদ্য ২৮/০৮/২০২৫ খ্রিঃ ১০.০৫ ঘটিকার সময় এসআই(নিঃ) মোঃ কামাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে কালিগঞ্জ থানাধীন ০৫ নং কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামস্থ পাউখালি মোড়ে সবুর মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী ১। শেখ মোসারফ হোসেন(২১), পিতা- শেখ মোকসেদ আলী, ২। জি এম জুলফিকার আলী, পিতা- মৃত জনাব আলী, উভয় সাং-বংশীপুর, থানা- শ্যামনগর, জেলা- সাতক্ষীরাদ্বয়কে ৩০(ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট, একটি কালো রংয়ের Hero Splender মোটরসাইকেল, একটি পুরাতন টাচ মোবাইল ফোন, একটি পুরাতন বাটন মোবাইল ফোন ও ০৯ পাতার অগ্রাণী ব্যাংক এর চেক বহি সহ গ্রেফতার করেন।
উক্ত আসামীদ্বয়কে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin