খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী ):পটুয়াখালীর বাউফলে মামুন(৩২) ও হিরন(৩০) নামের দুই বিকাশ কর্মীকে কুপিয়ে ১৫ লাখ টাকার ছিনতাই করে নিয়েছে ৫ দুর্বৃত্ত। মঙ্গলবার দুপুর ১২টার দিকে নওমালা ও দাশপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে হিরনকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত ২ ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
জানা গেছে, বিকাশ কর্মী মামুন ও হিরন ঘটনার দিন পটুয়াখালী থেকে মটর সাইকেলযোগে বাউফল আসার পথে নওমালা ও দাশপাড়া সীমান্ত এলাকায় পৌঁছালে ৫ অস্ত্রধারী দুর্বৃত্ত মটরসাইকেলে গতিরোধ করে ১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে নেয়। পরে খবর পেয়ে বাউফল, দশমিান থানার ওসি ও সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় দশমিনা উপজেলার ঠাকুরের হাট এলাকা থেকে ছিনতাইকারী প্রিন্স (২৩) ও সোহাগকে (১৮) আটক করে। তাদের বাড়ি বাউফল সদর ইউনিয়ননের সোমবাড়িয়রা বাজার এলাকায় ।
বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। ছিনতাইকৃত টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin