নিজস্ব প্রতিবেদক : “সেবার ব্রতে চাকরি”ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ জুন-২০২৫ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত..অদ্য ২৯ আগস্ট ২০২৫ খ্রিঃ ফেনী জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন-২০২৫ এর শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা ফেনী গিরিশ অক্ষয় একাডেমীতে অনুষ্ঠিত হয়।
উক্ত লিখিত পরীক্ষায় উপস্থিত থেকে কেন্দ্র পরিদর্শন ও সার্বিক তদারকি করেন ফেনী জেলার পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি জনাব মোঃ হাবিবুর রহমান ।
সতর্কীকরণ হিসেবে জানানো যাচ্ছে যে, যদি কোনো পরীক্ষার্থী দালাল বা প্রতারক চক্রের সাথে আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া যায় তবে তার পরীক্ষা তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে এবং গ্রেফতারপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, আগামী ১০ সেপ্টেম্বর সকাল ৯:০০ ঘটিকায় ফেনী পুলিশ লাইন্স মাঠে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের একইদিন মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এসময় নিয়োগ বোর্ডের সদস্য জনাব মল্লিক আহসান উদ্দিন সামী (উপ পুলিশ কমিশনার, আইএডি, ডিএমপি, ঢাকা ) জনাব এবিএম নায়হানুল বারী অতিরিক্ত পুলিশ সুপার ( ইন্সপেকশন - ২), পুলিশ হেডকোয়ার্টার, ঢাকা অতিরিক্ত পুলিশ সুপার জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন (প্রসাশন ও অর্থ) নোয়াখালী জেলা, অতিরিক্ত পুলিশ সুপার মুঃ সাইফুল ইসলাম (ডিএসবি) ফেনী জেলা এবং সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মোস্তাইন বিল্লহ ফেরদৌস, সদর দক্ষিণ সার্কেল কুমিল্লা জেলা এবং ফেনী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin