প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ৬:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ১২:০৮ পি.এম
খুন মামলার রহস্য উম্মোচন,খুনের ঘটনায় ব্যবহৃত আলামত কাঁচি উদ্ধার গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদকঃ জনৈক শারমিন আক্তার (২৬), স্বামী-মৃত আলমগীর হোসেন সোহাগ, পিতা-মোঃ আবদুল হাই, মাতা-বিলকিছ বিবি, সাং-মধ্যম রাজনগর, ০৯নং ওয়ার্ড, ১২নং ফাজিলপুর ইউনিয়ন, থানা-সদর, জেলা-ফেনী থানায় হাজির হইয়া মোঃ এরশাদ মিয়া (২৭), পিতা-মৃত মহসিন মিয়া, সাং-মধ্যম রাজনগর, ০৯নং ওয়ার্ড, ১২নং ফাজিলপুর ইউনিয়ন, থানা-সদর, জেলা-ফেনীকে বিবাদী করিয়া এজাহার দায়ের করেন যে, ইং ২৮/০৮/২০২৫ তারিখ রাত অনুমান ০৮.১৫ ঘটিকার সময় তাহার স্বামীকে উক্ত বিবাদী আক্রোশ বশতঃ পূর্ব শত্রুতার জের ধরিয়া বিবাদীর হাতে থাকা কাঁচি দিয়া ফেনী মডেল থানাধীন ১২নং ফাজিলপুর ইউপিস্থ ০৯নং ওয়ার্ডের মধ্যম রাজনগর সাকিনের নাপিতের পোলের দক্ষিণ পাশে রাস্তার উপর তাহার স্বামীকে হত্যার উদ্দেশ্যে ভিকটিমের বুকের ডান পাশে, বাম হাতে, বাম গালে কেঁচি দিয়া উপর্যপুরি ঘাই মারিয়া মারাত্মক জখম করিয়া হত্যা করে। এই সংক্রান্তে ফেনী সদর থানার মামলা নং-৫১, তারিখ-২৯/০৮/২০২৫ খ্রিঃ রুজু করা হয়। মামলার তদন্তভার এসআই(নিঃ)/ সুবল চন্দ্র নাথ এর উপর অর্পণ করা হয়।
উক্ত এজাহারের ভিত্তিতে জনাব হাবিবুর রহমান, পুলিশ সুপার, ফেনী এর সার্বিক নির্দেশনায়, অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জেলা পুলিশ ফেনী তত্বাবধানে অফিসার ইনাচর্জ ফেনী মডেল থানার নেতৃত্বে আইসি, বোগদাদিয়া তদন্ত কেন্দ্র, মামলার তদন্তকারী অফিসার এসআই(নিঃ)/ সুবল চন্দ্র নাথ সহ ফেনী মডেল থানা পুলিশ তাৎক্ষনিক অভিযান পরিচালনা করিয়া মামলার ঘটনার সহিত জড়িত একমাত্র আসামী মোঃ এরশাদ মিয়া (২৭), পিতা-মৃত মহসিন মিয়া, সাং-মধ্যম রাজনগর, ০৯নং ওয়ার্ড, ১২নং ফাজিলপুর ইউনিয়ন, থানা-সদর, জেলা-ফেনীকে ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন পাঠান নগর এলাকা হইতে আটক করা হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin