আলী আহসান রবি: রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে ৭৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ। গ্রেফতারকৃত হলো- মোঃ রাকিব শেখ (২৯)।
বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) সন্ধ্যা আনুমানিক ০৭:০৫ ঘটিকায় বাড্ডা থানাধীন বেরাইদ চান্দারটেক এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বাড্ডা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড্ডা থানাধীন বেরাইদ চান্দারটেক এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে উল্লিখিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৭৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত রাকিব পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা নিয়ে এসে রাজধানী ঢাকায় বিক্রয় করতো।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin