কালিগঞ্জ প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে থানার বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমানকে ও থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমানকে সম্বর্ধনা প্রদান ও মতবিনিময় সভা অনুৃষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট-২৫) সকাল ১০টায় প্রেসক্লাব মিলনায়তনে কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু'র সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন থানার বিদায়ী অফিসার ইনচার্জ মুহাম্মদ হাফিজুর রহমান, কালিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টু।
এসময়ে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, প্রেসক্লাবে সিনিয়র সদস্য শেখ লুৎফর রহমান, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহাম্মদ উল্লাহ বাচ্চু, সিনিঃ সদস্য ইশারাত আলী, কাজী আল মামুন, নলতা শরীফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন বিল্লাহ ও সাংবাদিক আরিফুজ্জামান রাজু প্রমুখ। অনুষ্ঠানে মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কালীন সিনিয়র সদস্য জিএম শামসুর রহমান, রেডিও নলতা স্টেশন ম্যানেজার মামুন হুসাইন, কালিগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক গোলাম রব্বানী, শিমুল হোসেন, আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন, আল নূর আহমেদ ইমন, ফজলুল হক, শেখ সোলায়মান মামুন, সাগর হোসেন, তাপস কুমার ঘোষ ও নুরুজ্জামান প্রমুখ। বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জুলাই গণে আন্দোলন ৫ আগস্ট পরবর্তী কালিগঞ্জ থানায় যোগদান করেন তিনি দশ মাস সুনামের সাথে চাকরি জীবন অতিবাহিত করেন।
তিনি সাতক্ষীরা পুলিশ লাইনে নিরস্ত্র যোগদান করবেন। নবাগত কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান শ্যামনগর থানার ওসি তদন্ত থেকে কালিগঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেন। বিদায়ী ও নবাগত থানা অফিসার ইনচার্জকে কালিগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়। নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন আমি কালিগঞ্জ থানা এলাকায় সন্ত্রাস, মাদকদ্রব্য, ইভটিজিং প্রতিরোধসহ আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে চাই। থানাকে দালালমুক্ত করতে আমি সদা সচেষ্ট থাকব।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin