আলী আহসান রবি: ঢাকা, ২৯ আগস্ট ২০২৫ খ্রি., অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। আসিফ ওরফে কান্তা (২৩) ২। আব্দুল মান্নান (২০) ৩। মোমিন (২০) ৪। রাসেল (২২) ৫। মিরাজ (২৮) ৬। জাহাঙ্গির আলম (৭৬) ৭। নয়নমনি (২৭) ৮। শাকিল (৩২) ৯। রুবেল (৩১) ১০। আমান উল্লাহ (৫৮) ১১। ইয়ামিন হাসান রিদয় (২২) ও ১২। ইয়াসিন হোসেন সাগর (২০) ।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে থানা এলাকার বিভিন্ন স্থান হতে ১২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পরোয়ানাভুক্ত আসামি, ডাকাতির প্রস্তুতি মামলা ও নিয়মিত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin