হাফিজুর রহমান শিমুলঃ বিএনপির কেন্দ্রীয় নেতা, বিশিষ্ট চিকিৎসক সাতক্ষীরার গণমানুষের অতি পরিচিত মুখ ড. শহিদুল আলম কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। রবিবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় উপজেলার নলতায় ডা. শহিদুল আলমের বাসভবনে সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ সাথে মতবিনিময়কালে বলেন- আমরা সকলে ভাই ভাই, আমাদের একে অন্যের যে কোন সমস্যায় আমরা পাশে থাকতে চাই।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশে দুঃশাসনের পরে সুশাসন প্রতিষ্ঠায় আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব । তিনি আরো বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ও সাবেক সফল প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী দেশ মাতা বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে সনাতনধর্মের ভাইবোনদের সুরক্ষায় আমরা সচেষ্ট আছি এবং থাকবো। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির অন্যতম নেতা ও নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, রফিকুল ইসলাম খোকন মেম্বর, শাহাদাত হোসেন, পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক সনৎ কুমার গাইন, সাধারণ সম্পাদক গ্রাম্য ডাক্তার মিলন কুমার ঘোষ, সহ- সভাপতি রনজিত সরকার, সমাজকল্যাণ সম্পাদক মিলন কুমার সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, সাধারণ সম্পাদক অসিত সেন, নলতা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পুরঞ্জন স্বর্ণকার, ভাড়াসিমলা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের লক্ষণ সাহা সহ কালিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের বারটি ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin