হাফিজুর রহমান শিমুল: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (২০ আগষ্ট) মঙ্গলবার বিকেলে ডাকবাংলা মোড়স্থ বিএনপি'র কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সোহেল আহম্মেদ মানিক। কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম, সেলিম আহম্মেদ-এর সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাতক্ষীরা জেলা শাখার সিনিয়র সহ-সম্পাদক মিলন শিকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ- সাংগঠনিক সম্পাদক শাহিন আলম সহ-সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন নীরব সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফুল ইসলাম পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলী আহসান খান হাবলু, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সালাউদ্দিন ও শেখ আলম অন্যতম নেতা শেখ আল মামুন প্রমুখ। অন্যের মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শেখ নুরুজ্জামান, সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা এসএম বাবু, শেখ খায়রুল আলম ও শেখ রবিউল ইসলাম প্রমুখ। এ অনুষ্ঠানে উপজেলার ১২ টি ইউনিয়ন থেকে শতশত নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহনে সফলতা পায়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin