প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৫, ৫:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৫, ৬:০৭ পি.এম
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় র্যালী ও আলোচনা সভা
নওগাঁ জেলা প্রতিনিধি:(আরাফাত আলিফ) নওগাঁয় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১সেপ্টেম্বর) নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের নওজোয়ান মাঠ থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাবেক সভাপতি নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিুল ইসলাম ধলু, মাহবুবুর রহমান ডাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এরআগে রাত ১২টা ১ মিনিটে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ৪৭ পাউন্ডের কেক কাটা হয়। সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান ও এর মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।
র্যালী ও আলোচনা সভায় বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনসহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin