প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৫, ৫:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৫, ৩:৪৯ পি.এম
যশোর জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে অফিসার ও ফোর্সের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

নিউজ ডেক্স: আজ যশোর পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলা পুলিশের অফিসার ও ফোর্সের কিট প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত কিট প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান।
এসময় তিনি অফিসার ও ফোর্সদের সরকারি ইস্যুকৃত সকল মালা-মাল পরিদর্শন করেন এবং এগুলোর যথার্থ ব্যবহারের নির্দেশনা প্রদান করেন।
এসময় তিনি সবাইকে সব সময় পরিস্কার পরিচ্ছন্ন থাকতে এবং নির্দেশনা মেনে সঠিকভাবে ইউনিফর্ম পরিধান করার জন্য গুরুত্বারোপ করেন।
পরিশেষে তিনি সকলের কিট বই দেখে প্রাপ্যতা যাচাই করেন এবং নিজ নামে সরবরাহকৃত সকল মালামাল কোনভাবেই অন্য কাউকে হস্তান্তর না করার ব্যাপারে সতর্ক করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), যশোর সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin