কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির কমিটিকে ‘পকেট কমিটি’ হিসেবে অভিযোগ করে বিক্ষোভ মিছিল করেছে ওই ওয়ার্ডের পদবঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীরা। তারা দাবি করেন, অবিলম্বে কমিটি বাতিল করে তৃনমূল, নির্যাতিত ও সহানুভূতিশীল নেতা-কর্মীদের নিয়ে নতুন কমিটি গঠন করা হোক।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মধ্যনগর বাজারে শতাধিক নেতাকর্মী মিছিল করেন। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় উপজেলার ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনুর কাছে নেতাকর্মীরা মৌখিক অভিযোগ করেন। মজনু বলেন, “নেতাকর্মীদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা বিএনপির পক্ষ থেকে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।” এতে তৃনমূল নেতাকর্মীরা সন্তুষ্ট হয়ে চলে যান।
প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, গত ৩ সেপ্টেম্বর রাতে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সুজন মিয়া নিজের অনুসারী ও আওয়ামী লীগের খাস লোকদের নিয়ে কমিটি ঘোষণা করেছেন। এতে দলের ত্যাগী ও কর্মীবান্ধব নেতারা বাদ পড়েছেন। এছাড়া, গত ৭ আগস্ট নির্ধারিত কাউন্সিলের কোনো ফলাফল প্রকাশ না করে পরবর্তীতে একটি ছোট কমিটি ঘোষণা করা হয়েছিল। পরে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময়ও ঐ একই গ্রামের অনুসারী ও হাইব্রীড সদস্যদের বেশি রাখা হয়েছে।
বক্তারা তীব্র নিন্দা জানিয়ে বলেন, “অবিলম্বে এই ‘পকেট কমিটি’ বাতিল করে যোগ্য নেতা-কর্মীদের পদ দেওয়া হোক। তা না হলে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেওয়া হবে।”
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin