প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৫, ১:০১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৫, ১:৩৮ পি.এম
শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে শিশু অপহরণ মামলার ২ জন আসামীসহ ০৪(চার) জন গ্রেফতার

নিউজ ডেক্স: শার্শা থানা পুলিশের এসআই(নিঃ)/মোঃ আসিনুর রহমান, এসআই(নিঃ)/ হুসাইন মুহাম্মদ ইমদাদুল হক সঙ্গীয় অফিসার ফোর্সের সমন্বয়ে দুইটি টিম শার্শা থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে শার্শা থানার মামলা নং-০৪, তাং-০৪/০৯/২০২৫ খ্রিঃ, জিআর-১৮৮/২৫, ধারা- ৭ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর আসামী মোঃ জিসান হোসেন @ জিহান (১৮) মোঃ মহিন হোসেন (১৮) কে এবং সিআর-১০৪/২০(শার্শা) এর সাজা পরোয়ানা ভূক্ত আসামী মোঃ মাসুম বিল্লাহ (৪৫) এবং সিআর-১৯৮/২২ এর সাজা পরোয়ানা ভুক্ত আসামী মোঃ লিটন হোসেন (৪৫) গ্রেফতার করে।
উল্লেখ্য যে, অপহরণ মামলার ভিকটিমকে সুস্থ স্বাভাবিক অবস্থায় উদ্ধার পূর্বক বিজ্ঞ আদালতের নির্দেশে ইতোপূর্বে তার পরিবারের জিম্মায় প্রদান করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের ইং ০৫/০৯/২০২৫ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আসামীদের নাম ও ঠিকানাঃ-
১। মোঃ জিসান হোসেন @ জিহান (১৮)
পিং-মোঃ মিলন হোসেন সরদার
মাতা-আনজুয়ারা খাতুন
সাং-টেংরালী
থানা-শার্শা
জেলা-যশোর।
২। মোঃ মহিন হোসেন (১৮)
পিং-আশরাফুল দিলদার
মাতা-মোছাঃ চম্পা খাতুন
সাং-টেংরালী
থানা-শার্শা
জেলা-যশোর।
৩। মোঃ মাসুম বিল্লাহ (৪৫)
পিতা-মোঃ আব্দুল লতিফ
সাং-মহিষা
ডাক-চালিতাবাড়ীয়া
থানা-শার্শা
জেলা-যশোর
৪। মোঃ লিটন হোসেন (৪৫)
পিতা-মৃত সাত্তার মোড়ল
সাং-বসতপুর
থানা-শার্শা
জেলা-যশোর।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin