প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৫, ১:০১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৫, ১:৪১ পি.এম
ডিবি পুলিশের বিশেষ অভিযানে এক কেজি গাঁজা সহ ছয়টি মামলায় ওয়ারেন্ট ভুক্ত চিহ্নিত তিন মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার -০৪

জেলা গোয়েন্দা শাখা, যশোরের এসআই(নিঃ)/ অলক কুমার দে পিপিএম, এএসআই(নিঃ)/মোঃ শামসুজ্জামান সঙ্গীয়-ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে ইং- ০৫/০৯/২০২৫ খ্রিঃ তারিখ ০৪.৪৫ ঘটিকায় যশোর জেলার কোতয়ালী থানাধীন ১১নং রামনগর ইউনিয়নের ওয়ার্ড নং-৩ রামনগর মোল্লাপাড়া গ্রামস্থ জনৈক শুকুর আলীর একতলা বসত বাড়ীর ছাদের উপর হতে আসামী ১। মোঃ রেজওয়ান হোসেন(৩৮), ২। মোঃ ইউসুফ শেখ(২০), ৩। মোঃ জাবেদ সর্দার (৩৮)'দেরকে সর্বমোট (৮০০গ্রাম+১০০গ্রাম+১০০গ্রাম)=১০০০(এক হাজার) গ্রাম বা ০১(এক) কেজি নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা যার অবৈধমূল্য অনুমান ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকা সহ গ্রেফতার করে।
এ সংক্রান্তে এসআই(নিঃ)/ অলক কুমার দে পিপিএম বাদী হয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এজাহার দায়ের করে।
অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতারকৃত আসামি ১। মোঃ রেজওয়ান হোসেন(৩৮) এবং গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী (১) মোঃ আসাদুজ্জামান@ আসাদ (৩৬) এর বিরুদ্ধে ইতিপূর্বে জিআর-৬৯৭/২৪ মামলায় ০২(দুই)টি পৃথক পৃথক গ্রেফতারি পরোয়ানা মুলতবি আছে।
এছাড়াও আসামি ২। মোঃ ইউসুফ শেখ(২০)'এর বিরুদ্ধে ইতিপূর্বে ০২(দুই)টি চুরি মামলা এবং আসামি ৩। মোঃ জাবেদ সর্দার(৩৮) এর বিরুদ্ধে ০১(এক)টি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের ইং ০৫/০৯/২০২৫ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের নাম-ঠিকানাঃ
১। মোঃ রেজওয়ান হোসেন(৩৮), পিতা-আবুল বাশার, পালক পিতা-মোঃ জাহাঙ্গীর হোসেন@ শুকুর
আলী, মাতা- শিরিনা বেগম, সাং-রামনগর মোল্লাপাড়া,
২। মোঃ ইউসুফ শেখ(২০), পিতা-মোঃ শাকের আলী শেখ, মাতা-রেহেনা বেগম, সাং-রামনগর ধোপাপাড়া-পুকুরকুল,
৩। মোঃ জাবেদ সর্দার(৩৮), পিতা-মোঃ মোতাহার সর্দার, মাতা-সাফিয়া বেগম, সাং-রামনগর সর্দারপাড়া, থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর।
৪। মোঃ আসাদুজ্জামান@ আসাদ (৩৬), পিতা- শাখাওয়াত হোসেন, সাং-রামনগর, থানা কোতোয়ালী, জেলা-যশোর (গ্রেফতারী পরোয়ানাভুক্ত)।
উদ্ধার -
সর্বমোট ০১(এক) কেজি নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা যার অবৈধমূল্য অনুমান ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকা।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin