জেলা পুলিশ নাটোরের জুলাই ২০২৫ খ্রি. মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। জনাব মোহাম্মদ আমজাদ হোসাইন, পিপিএম পুলিশ সুপার, নাটোর সভাপতিত্ব সভায় বিশেষ অতিথি হিসেবে নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম বক্তব্য রাখেন। সভায় জিআর ও সিআর মামলা পর্যালোচনা, ওয়ারেন্ট তামিল ও নিষ্পত্তিসহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা সম্পর্কিত করনীয় সম্পর্কে আলোচনা করা হয়।
সভায় পুলিশ সুপার, নাটোর মামলা নিষ্পত্তি ও ওয়ারেন্ট তামিল, ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, ট্রাফিক নিয়ন্ত্রণসহ অন্যান্য উত্তম কাজে স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে ব্যক্তি ও ইউনিটকে পুরস্কৃত করা হয়।
পুলিশ সুপার, নাটোর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখাসহ সাধারন মানুষের জনজীবন স্বাভাবিক রাখার লক্ষে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করতে সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ প্রদান করেন।
নবাগত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের পেশাদারিত্ব ও সততার সাথে কাজ করার আহ্বান জানান।
সভায় জেলা পুলিশ নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মাহমুদা শারমিন নেলী,শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমিন লাবু, ইন্সপেক্টর, সদর কোর্ট, নাটোর জনাব মোঃ মোস্তফা কামাল, ইন্সপেক্টর অপরাধ শাখা জনাব নীরেন্দ্রনাথ মন্ডল, ইন্সপেক্টর, ডিএসবি জনাব স্বপন কুমার চৌধুরী, অফিসার ইনচার্জ, বড়াইগ্রাম থানা জনাব মোঃ গোলাম সারওয়ার, অফিসার ইনচার্জ, নলডাঙ্গজ থানা জনাব মোঃ রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ, বাগাতিপাড়া থানা জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, অফিসার ইনচার্জ, গুরুদাসপুর থানা জনাব মোঃ আসমাউল হক, অফিসার ইনচার্জ, লালপুর থানা জনাব মোঃ মমিনুজ্জামান, অফিসার ইনচার্জ, সিংড়া থানা জনাব রফিকুল ইসলাম, ইন্সপেক্টর (শহর ও যানবাহন) নাটোর জনাব মোঃ রেজাউল করিম, ইন্সপেক্টর, ডিএসবি জনাব মোঃ মশিউর রহমান, ইন্সপেক্টর, পুলিশ কন্ট্রোল জনাব সাইদূর রহমান, সিআইডি নাটোর প্রতিনিধিসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।