আলী আহসান :কুমিল্লা আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী কটকবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪ কোটি ৯৯ লক্ষ ৩৫ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইলের ডিসপ্লেসহ একটি মিনি কাভার্ড ভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ বিবিরবাজার বিওপির কটকবাজার পোস্টের টহলদল ০৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ভোরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় একটি চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল বর্ণিত স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ১৩,৫২৭ পিস ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ডিসপ্লেসহ একটি মিনি কাভার্ড ভ্যান জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য ৪,৯৯,৩৫,০০০/- (চার কোটি নিরানব্বই লক্ষ পঁইত্রিশ হাজার) টাকা।
বিধি মোতাবেক উক্ত মালামাল কাস্টমস এ জমা করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin