মোঃ কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: ৭ সেপ্টেম্বর ২০২৫, সোমবার। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনের হলরুমে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, সুপরিচিত ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন থানা মসজিদের ইমাম মাওলানা সাইকুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস মধ্যনগর উপজেলা শাখার সহসভাপতি আনোয়ার হোসেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ মধ্যনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, বাংলাদেশ জামায়াতে ইসলামি চামড়দানি ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আবু তাহের, মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন, চামড়দানি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিপ্লব, মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ ও সাধারণ সম্পাদক আল আমীন তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন এবং এস আই আলমগীর কবির। বক্তারা বলেন, হযরত মোহাম্মদ (সাঃ) হলেন বিশ্বমানবতার উত্তম চরিত্রের অধিকারী। তিনি মানুষকে অন্ধকার জগত থেকে আলোকিত জীবনের পথে নিয়ে এসেছেন। ব্যক্তি ও রাষ্ট্র জীবনে তাঁর আদর্শ অনুসরণ করলে ইহকালেও শান্তি এবং পরকালের মুক্তি অর্জন সম্ভব।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin