আলী আহসান রবি: নেপালে বর্তমানে বসবাসকারী/আটকে থাকা সকল বাংলাদেশি নাগরিককে বাইরে না যাওয়ার এবং নিজ নিজ স্থান/হোটেলে অবস্থান করার জন্য কঠোরভাবে পরামর্শ দেওয়া হচ্ছে।
সকল বাংলাদেশি নাগরিক, অর্থাৎ নেপালে আগত যাত্রীদের, বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতির কারণে পরবর্তী পরামর্শ না দেওয়া পর্যন্ত নেপালে বিমান না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
জরুরি পরিস্থিতিতে, বাংলাদেশিদের +৯৭৭৯৮০৩৮৭২৭৫৯ অথবা +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১ নম্বরে যোগাযোগ করতে বলা হচ্ছে।
৩৬ সদস্যের জাতীয় ফুটবল দলের পাশাপাশি, মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) থেকে ৫১ সদস্যের একটি প্রতিনিধি দল, যারা তাদের বিদেশ শিক্ষা সফরের অংশ হিসেবে নেপালে এসেছিল, তারা কাঠমান্ডুতে আটকে আছে।
তাদের প্রতিদিনের কর্মসূচি বাতিল করা হয়েছে এবং ১২ সেপ্টেম্বর তাদের ঢাকায় যাওয়ার কথা রয়েছে।
প্রতিনিধিদল তাদের চলাচলের পরিস্থিতি সম্পর্কে প্রতিদিন মূল্যায়ন করছে। বাংলাদেশ দূতাবাস তাদের স্থানীয় সমন্বয়কারীর মাধ্যমে তাদের সাথে সম্পূর্ণ যোগাযোগ রাখছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin