ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হওয়ার পর ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) বলেছেন, আপনারা আগে যেভাবে আমাকে দেখেছেন, এখন ভিপি নির্বাচিত হওয়ার পর আমি ঠিক একই রকম থাকব। আমার মাঝে কোনো পরিবর্তন পাবেন না। বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। সাদিক কায়েম বলেন, শিক্ষার্থীদের যে কোনো সমস্যা সমাধানে আমরা পাশে থাকব।
তিনি বলেন, ডাকসু নির্বাচন সফল করার জন্য আমাদের নারী শিক্ষার্থীদের বড় ভূমিকা ছিল এবং জুলাই বিপ্লবেও তাদের অগ্রণী ভূমিকা আমরা দেখতে পেয়েছি। এজন্য আমরা সবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার প্রতিজ্ঞা করছি। সাদিক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ যে কোনো ধর্মের এবং যে কোনো মতের হোক না কেন তাদেরকে নিয়ে আমরা একসঙ্গে কাজ করব। ঢাবিকে আমরা একটি মাল্টিকালচারাল বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলব। দায়িত্বপালনকালে মারা যাওয়া সাংবাদিক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান সাদিক কায়েম। এছাড়া তিনি সব গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin