মো: খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী ) প্রতিনিধি :
পটুয়াখালীর বাউফল উপজেলায় ট্রলির সাথে মটরসাইকেলের ধাক্কায় মো. সজল হাওলাদার (৩২) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১০ সেপ্টম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কনকদিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সজল কনকদিয়া ইউনিয়নের নারায়নপাশা গ্রামের মোশারেফ হোসেনের ছেলে ও উপজেলা জিয়ামঞ্চের কনকদিয়া ইউনিয়ন শাখার যুগ্ম-আহŸবায়ক। এ ঘটনায় ট্রলির চালক সাকিলকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১১টার দিকে কনকদিয়া বাজারের উত্তর পাশ দিয়ে মটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন সজল। অপর দিক থেকে দ্রæত গতিতে ছুটে আসা ট্রলির সঙ্গে ধাক্কা লাগে সজলের গাড়িতে। ঘটনাস্থলেই গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, হাসপাতালে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আটক ট্রলি চালককে হেফাজতে রাখা হয়েছে । এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin