প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৫, ১:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৫, ১:৩০ পি.এম
সীমান্তবর্তী ধর্মগড় চেকপোস্ট বাজার জমজমাট বাণিজ্যে সরব
মো: হামিম রানা: ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ চৌরাস্তা থেকে প্রায় ১০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত সীমান্তবর্তী ধর্মগড় চেকপোস্ট বাজার। প্রতিদিন এখানে স্থানীয় ১০ গ্রামের মানুষ ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা এসে কেনাকাটা করেন। বিশেষ করে ভাইরাল হালিমের দোকানের জন্য বাজারটি এখন সর্বাধিক পরিচিতি লাভ করেছে।
আগে তেমন দোকান না থাকলেও বর্তমানে এ বাজারে আনুমানিক ২০০টির মতো দোকান গড়ে উঠেছে। প্রতিদিন ভোরে বাজার বসে এবং নাগর নদীর তাজা মাছ, শাক-সবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রেতাদের আকর্ষণ করে।
চেকপোস্ট বাজার চৌরাস্তা থেকে পশ্চিমে ২ কিলোমিটার দূরে সাহাবাদ জিরো পয়েন্ট, দক্ষিণে ৩ কিলোমিটার দূরে হরিপুর উপজেলার সুন্দরী মোড় বাজার এবং জগদল হয়ে পশ্চিমে ৩ কিলোমিটার দূরে বালিয়াডাঙ্গী উপজেলার কাশুয়া বাজার অবস্থিত।
এ বাজার থেকে পশ্চিমে মাত্র ৪০০ মিটার দূরে রয়েছে সি এস সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের সামনেই চেকপোস্ট মডেল স্কুল অ্যান্ড কলেজ। এছাড়া বিদ্যালয় থেকে ৫০ মিটার দূরে ধর্মগড় চেকপোস্ট ক্লিনিক এবং ১০০ মিটার দূরে ধর্মগড় নিম্ন মাধ্যমিক বিদ্যালয় অবস্থিত।
ধর্মগড় চেকপোস্ট বাজার এলাকায় মহু জাতিসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করছে। ধীরে ধীরে জমজমাট হয়ে ওঠা এ বাজার সীমান্ত অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র হিসেবে স্থান করে নিয়েছে। একই সঙ্গে স্থানীয়দের সামাজিক ও সাংস্কৃতিক মিলনস্থল হিসেবেও এর গুরুত্ব বাড়ছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin