নিজস্ব প্রতিনিধি: বর্তমান সময়কে ব্যবহার করে স্থানীয় বিএনপি নেতার ইন্ধনে গত ৮ আগস্টে সন্ত্রাসী দ্বারা দখলকৃত সাতক্ষীরার দেবহাটা উপজেলার খলিসাখালির ব্যক্তি মালিকানাধীন ১৩২০ বিঘা মাছের ঘের দখলকারী সন্ত্রাসীদের তাড়ালো সাতক্ষীরার সখিপুর, নলতা, খেজুরবাডিয়া, পারুলিয়া, গাজিরহাটসহ আশেপাশের ৭টি গ্রামের হাজার হাজার নারী-পুরুষেরা।
আজ শুক্রবার (২৩ আগস্ট) দুপুর ১ টায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার খলিশাখালি এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাসী ফারুক, রহিম, সাইদসহ আরো অনেকে জানায়, পারুলিয়ার সন্ত্রাসী মকরম ডাকাত, সন্ত্রাসী আনারুল, আকরাম ডাকাত, নোড়া চরকাটার মাদক ব্যাবসায়ী সাইফুল, রিপন ও রবিউল ডাকাতদের বাহিনীরা মছের ঘের দখল করে সেখানে অনৈতিক কার্যক্রম, মাদক ব্যবসা এবং দেশের বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে সন্ত্রাসী কার্যক্রম করে দেশের অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনার কথা জানতে পেরে গ্রামবাসীসহ এলাকাবাসীরা একযোগ হয়ে সন্ত্রাসীদের প্রতিহত করলে তারা সাধারণ মানুষদের লক্ষ করে বোমা নিক্ষেপ ও গুলি ছোড়ে। এসময় গ্রামবাসীরা উল্টো তাদের ধাওয়া করে। এসময় সন্ত্রাসী মকরম ডাকাতের নেতৃত্বে দির্ঘদিন যাবত মাছের ঘের লুটপাট, অন্যের জমি দখল মাদক ব্যাবসায়ীরা পালিয়ে যায়।
এর আগেও ২০২২ সালে এই মাছের ঘের দখল করে সেখানে 'মুজিব নগর আবাসন প্রকল্প' করেও সুবিধা করতে পারেনি।
অভিযোগ আছে, দেবহাটা উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন মোল্লার ইন্ধনে সন্ত্রাসীরা সাধারণ মানুষের মালিকানাধীন ১৪২০ বিঘার এই মাছের ঘের দখল ও লুটপাট করেছে। এলাকাবাসী অভিযোগ করে বলেন, সন্ত্রাসীদের দখলকৃত খলিসাখালির এই মালিকানাধীন জমির ৩০০ বিঘা জমি পাওয়ার আশ্বাসে সে সন্ত্রাসী বাহিনেদের এসব লুটপাটে ইন্ধন দেন।
এবিষয়ে জানতে চাইলে জানতে চাইলে অভিযুক্ত দেবহাটা উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন মোল্লা তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করেন।
এব্যাপরে খলিশাখালী জমির মালিকগণ ও দেবহাটা উপজেলার শান্তিকামী জনগণ এই জবরদখল ও লুটপাট বন্ধে তারা আজ যেভাবে শক্ত হাতে সন্ত্রাসীদের দমন করেছে ঠিক সেভাবেই ভবিষ্যতে দেবহাটার মাটিতে কোন সন্ত্রাসী বাহিনীর উপদ্রব দেখলে এভাবেই তাদের প্রতিহত করা হবে বলে জানান। এছাড়াও এলাকাবাসী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও বিএনপির উর্দ্ধতন নেতাদের হস্তক্ষেপ কামনা করেছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin