হাফিজুর রহমান শিমুলঃ
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন ও ধলবাড়িয়া ইউনিয়ন শাখার আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম সেলিম আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আবু সাঈদ সোহেলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরার ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ শহিদুল আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক যথাক্রমে মোঃ রুহুল আমিন পাড়, আসাদুজ্জামান খোকা, মোঃ সাদ্দাম হোসেন, কালিগঞ্জ উপজেলা বিএনপি'র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, সাতক্ষীরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্টের সিনিয়র সহ সভাপতি মিলন কুমার সরকার, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক শেখ খায়রুল আলম, বিএনপি সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শেখ রবিউল ইসলাম, সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক এস এম হাফিজুর রহমান বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ আলাউদ্দিন সোহেল, সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম হোসেন ফরহাদ, সদস্য সচিব পারভেজ ইসলাম, সাবেক স্বেচ্ছাসেবকদলের নেতা শেখ আল মামুন, আরাফাতুর রহমান, শামীম হোসেন প্রমূখ।
প্রধান অতিথি ডাঃ শহিদুল আলম বলেন কালিগঞ্জে দলকে সংগঠিত করে ধানেরশীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতেই হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়বাদী দল এর কর্ণধর সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে দল আরও সংঘটিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন আমি বিভেদ দ্বীধাদ্বন্দ বুঝি না। ঐক্যবদ্ধভাবে আসন্ন নির্বাচনে তারেক রহমানের নির্দেশনায় মাঠে থাকতে চাই। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin