শাকিব আহমেদ, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার কেন্দুয়ায় মুক্ত জলাশয়ে অবৈধভাবে বাঁধ নির্মাণ ও নিষিদ্ধ জাল ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে প্রশাসন। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বেজগাঁও গ্রামের সামনে পাটেশ্বরী নদীতে এ অভিযান চালানো হয়।
অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাঈমউল ইসলাম চৌধুরীর নেতৃত্বে নদীর একাধিক স্থানে অবৈধ বাঁশ, মশারী জাল, চায়না দুয়ারী জাল ও বিভিন্ন সামগ্রী দিয়ে নির্মিত তিনটি বাঁধ অপসারণ করা হয়। পরে জব্দকৃত প্রায় ৭০০ মিটার মশারী জাল (আনুমানিক মূল্য এক লাখ টাকা) এবং ১২০০ মিটার চায়না দুয়ারী জাল (আনুমানিক মূল্য এক লাখ ২০ হাজার টাকা) স্থানীয় লোকজনের উপস্থিতিতে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ খাদিজা খাতুন, কেন্দুয়া থানার এসআই জলিল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ। অভিযান শেষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ খাদিজা খাতুন বলেন, “মাছের স্বাভাবিক প্রজনন ও উৎপাদন বৃদ্ধির স্বার্থে অবৈধ অস্থায়ী বাঁধ উচ্ছেদ এবং নিষিদ্ধ জাল জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”
এ বিষয়ে স্থানীয়রা জানান, মুক্ত জলাশয় সবার জন্য উন্মুক্ত রাখা অত্যন্ত জরুরি। তাই প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানানো হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin