আলী আহসান রবি: রাজধানীর গুলশান এলাকা থেকে আওয়ামী সরকারের আমলে স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জরুল ইসলাম মিঠু (৫৫) কে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ১১:১০ ঘটিকায় গুলশান এলাকায় অভিযান পরিচালনা করে মোতাজ্জরুল ইসলাম মিঠুকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম।
ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত মোতাজ্জরুল ইসলাম মিঠু স্বাস্থ্য খাতে টেন্ডার জালিয়াতি, সিন্ডিকেট গঠন, অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে মামলা রয়েছে।
গ্রেফতারকৃতকে দুর্নীতি দমন কমিশনে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin