কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মহিষখলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মহিষখলা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ বিল্লাল হোসেন।
১১ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার মাদ্রাসার হলরুমে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল কবিরের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন— ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির নব-নির্বাচিত সভাপতি মোঃ মুক্তার হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হযরত আলী, অভিভাবক সদস্য মোঃ রহিছ মিয়া, মাজাহারুল ইসলাম ও মোঃ শহিদ মিয়া, দাতা সদস্য মোঃ লাল চান, শিক্ষক প্রতিনিধি মোঃ জয়নাল আবেদীন শেখ ও মোঃ জালাল উদ্দীন তালুকদার। এ সময় এলাকার গণ্যমান্য ও সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন ধরে অত্র প্রতিষ্টানে অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসা মোহাম্মদ বিল্লাল হোসেন এবার সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি ১৯৯৪ সালের ১ জুলাই থেকে মহিষখলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন এবং বর্তমানে সেখানে জ্যেষ্ঠ সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত আছেন। একজন শিক্ষাদর্শনসম্পন্ন ও মানবিক শিক্ষক হিসেবে তিনি এলাকায় সুনাম অর্জন করেছেন।
সময়ের বুলেটিনের প্রতিনিধি মোঃ কাইয়ুম বাদশাহকে দেওয়া এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি বলেন, “আমি দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। সভাপতি হিসেবে শিক্ষার মান উন্নয়ন ও প্রতিষ্ঠানের অগ্রগতিকে সর্বোচ্চ গুরুত্ব দেব। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা নিয়েই আমি এই দায়িত্ব পালন করতে চাই।”
তিনি সভাপতি নির্বাচিত হওয়ায় অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দ প্রকাশ করেছেন এবং শিক্ষার মানোন্নয়নে তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin