আলী আহসান রবি:রাজধানীর শাহজাহানপুরে রাস্তায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া ৫০ হাজার টাকার বেশি নগদ অর্থ প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করে দৃষ্টান্ত স্থাপন করলেম ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহজাহানপুর থানার এক সাব-ইন্সপেক্টর।
শাহজাহানপুর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) বিকাল অনুমানিক ৫:১৫ ঘটিকায় শাহজাহানপুর থানাধীন মালিবাগ সোহাগ বাড কাউন্টারের বিপরীতে নূর সেনিটারি নামক দোকানের সামনের রাস্তায় ডিউটিরত অবস্থায় শাহজাহানপুর থানার সাব-ইন্সপেক্টর আশিকুর রহমান একটি টাকার বান্ডিল পড়ে থাকতে দেখেন। তিনি তৎক্ষণাৎ পথচারীদের উপস্থিতিতে টাকার বান্ডেলটি উদ্ধার করেন এবং গণনা করে দেখতে পান, সেখানে মোট ৫০,৪১০ টাকা রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত পথচারী ও দোকানিদের বিষয়টি অবহিত করার পাশাপাশি, তিনি জব্দ তালিকা তৈরি করে পরিত্যক্ত টাকাগুলো জব্দ করেন এবং টাকা হারানো ব্যক্তির জন্য অপেক্ষা করতে থাকেন।
কিছুক্ষণ পর কাউসার আহম্মেদ (৩৭) নামের এক ব্যক্তি থানায় উপস্থিত হয়ে জানান, তিনি একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে তার কর্মস্থল হলি লাইফ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যাওয়ার পথে টাকা হারিয়ে ফেলেন। জিজ্ঞাসাবাদে তিনি টাকার পরিমাণ, বান্ডেলটির গঠন ও অন্যান্য বিবরণ সঠিকভাবে জানাতে সক্ষম হন।
প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে এবং হলি লাইফ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের জিএম ও এজিএম এর উপস্থিতিতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রাপ্তিস্বীকারপত্র গ্রহণ সাপেক্ষে প্রকৃত মালিক কাউসার আহম্মদের হাতে তার হারিয়ে যাওয়া অর্থ তুলে দেন এসআই আশিক।
এ সময় সাব-ইন্সপেক্টর আশিকের পেশাদারিত্ব ও সততায় মুগ্ধ হন উপস্থিত সাধারণ জনগণ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin