মোঃ কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
অভাব-অনটন আর দারিদ্র্যের বেড়াজাল ভেঙে মেধার আলো ছড়াচ্ছে ফারজানা আক্তার আঁখি। মহিষখলা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এই ছাত্রী এবারের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জন করে বিদ্যালয়ের সুনাম বাড়িয়েছে। তার স্বপ্ন—একদিন চিকিৎসক হয়ে অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা।
ফারজানার বাবা জামাল মিয়া পেশায় দিনমজুর। দারিদ্র্যের কঠিন বাস্তবতার মাঝেও মেয়ের পড়াশোনা চালিয়ে যেতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। জামাল মিয়া বলেন, “আমার মেয়ে ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী। তার সাফল্যে আমি দারিদ্র্যের কষ্ট ভুলে যাই।”
ফারজানার অদম্য প্রচেষ্টা ও মেধার স্বীকৃতিস্বরূপ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে নগদ অর্থসহ উপহার প্রদান করা হয়। এসময় সংগঠনের নেতৃবৃন্দ ঘোষণা দেন—তার পড়ালেখার দায়িত্ব তারা নিজেদের কাঁধে তুলে নেবেন।
মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিজবাহ বলেন, “ফারজানার মতো মেধাবীরা দেশের সম্পদ। তাদের স্বপ্ন পূরণে সহযোগিতা করতে পারা আমাদের জন্য গর্বের বিষয়।”
উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের ছাতারগড় গ্রামের এ মেধাবী কন্যার সফলতার গল্প ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষ সবাই তার জন্য শুভকামনা জানাচ্ছেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin