হাফিজুর রহমান শিমুলঃ খাবারের লোভ দেখিয়ে নির্জন বাড়িতে নিয়ে হাত-মুখ চেপে কিশোর গ্যাংয়ের তিন সদস্য পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে পালিয়ে যায়। মারাত্মক অসুস্থ্য শিশুর অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় জড়িত তিন কিশোরকে আটক করেঁচে পুলিশ। ঘটনাটি উপজেলার পিরোজপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশেই ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শণ করেছেন পুলিশ সুপার। থানা পুলিশ ও সরেজমিন সূত্রে জনাগেছে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ২টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের পিরোজপুর গ্রামের ভূমিহীন পল্লীতে সোহেল রানার পাঁচ বছরের শিশুকন্যাকে নির্জনক্ষে তিন কিশোর ধর্ষন করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের চিকিৎসকরা ভর্তি নানিয়ে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখানেও চিকিৎসকরা অপারগতা প্রকাশ করলে মুমুর্ষ শিশুকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে ঘটনার খবরে স্থানীয়রা বিকেল ৫টার দিকে পার্শ্ববর্তী মতিয়ার রহমানের ইটভাঁটায় লুকিয়ে থাকা ৩ কিশোরকে ধরে পুলিশে সোপর্দ করে। পুলিশের হাতে গ্রেফতারকৃত কিশোর গ্যাংয়ের সদস্যরা হলো পিরোজপুর গ্রামের রেজাউল ইসলামের পুত্র (১৪), তার ভাই (১২) এবং একই গ্রামের আবু সাঈদের পুত্র ভ্যানচালক (১৫)। এ ঘটনায় শুক্রবার ভুক্তভোগী শিশুটির পিতা সোহেল রানা বাদী হয়ে কালিগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে। সরেজমিনে শিশুটির মামী মৌসুমী খাতুন, ভাই আবির হোসেন, প্রতিবেশী মোহাম্মদ আলীসহ একাধিক ব্যাক্তি জানান বৃহস্পতিবার বাড়ির পাশে শিশুটি খেলা করছিল। ঐ সময়ে তিন লম্পট কিশোর শিশুটির খাবার দেওয়ার জন্য এনজিওকর্মী জেসমিনের ঘরে ডেকে নিয়ে যায়।
ঘরে নিয়ে দরজা বন্ধ করে দেয়। তারা ৩ জনে মুখ, হাত-পা চেপে ধরে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। মেয়েকে খুঁজে না পেয়ে বাবা সোহেল রানা ঐ ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় গোঙানির শব্দ পেয়ে মেয়েকে উদ্ধার করে। কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, ধর্ষণের ঘটনায় জড়িত ৩জনকে গ্রেফতারের পর মামলা দায়ের হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। যেহেতু ভিকটিম ও জড়িতরা শিশু কিশোর সেহেতু আইনানুযায়ী সবকিছু করা হবে। এদিকে লোমহর্ষক এঘটনার সংবাদে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন সাতক্ষিরা পুলিশ সুপার মোহাম্মাদ মনিরুল ইসলাম। অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার সরকার ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমানসহ সঙ্গীয় ফোর্স।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin