প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ১১:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ১:৩৬ পি.এম
বাউফল অগ্নিকাণ্ডে ২ টি দোকান ভস্মীভূত

মোঃ খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালী বাউফলের কালাইয়া সদর রোডে অগ্নিকাণ্ডে দুটি দোকান ভস্মীভূত হয়েছে । বুধবার ২৮ জানুয়ারি দুপুর ১ঃ৩০ টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে লেপ-তোষকের তুলার গোডাউনে আগুনের সূত্রপাতের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিলন চৌকিদারের লেপ তোষকের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের ভেতরে পার্শ্ববর্তী কামাল খানের ঘর ও রান্নাঘর আগুনে পুড়ে যায়। স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় মালামাল কিছু নিরাপদ স্থানে সরিয়ে ফেললেও অধিকাংশ পুরে ছাই হয়ে গেছে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
বাউফল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সাব্বির আহমেদ বলেন, কালাইয়া বন্দরে আগুন লাগার ঘটনা মোবাইলের শোনার সাথে সাথে ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin