মোঃ কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার ৪নং মধ্যনগর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে সভাপতি বিপ্লব তালুকদার ও সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন নির্বাচিত হয়েছেন।
রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মধ্যনগর বাজার প্রাঙ্গণে সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি উপজেলা বিএনপির আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার আবে হায়াত সভার শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক ও সহকারী নির্বাচন কমিশনার আব্দুল কাইয়ুম মজনু, যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন কমিশনার আবুল বাসার, যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন কমিশনার মোশাহিদ তালুকদার এবং আহ্বায়ক কমিটির সদস্য ও নির্বাচন কমিশনার কামাল হোসেন। এছাড়া উপজেলা যুবদল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. কামাল হোসেন সভাপতিত্ব করেন এবং যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন সঞ্চালনা করেন। প্রথম অধিবেশনে সাংগঠনিক কার্যক্রম, চলমান আন্দোলন-সংগ্রাম এবং তৃণমূল পর্যায়ে দলের শক্তিশালীকরণ নিয়ে আলোচনা হয়।
দ্বিতীয় অধিবেশনে বিভিন্ন পদে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। সভাপতি পদে বিপ্লব তালুকদার, সহ-সভাপতি পদে বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক পদে মো. মোশারফ হোসেন (থালা প্রতীক) ও জামাল তালুকদার (ফুটবল প্রতীক), যুগ্ম সাধারণ সম্পাদক পদে গোলাম কিবরিয়া এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. ফারুক মিয়া প্রার্থী হন। প্রত্যক্ষ ভোটগ্রহণের মাধ্যমে সভাপতি পদে বিপ্লব তালুকদার, সাধারণ সম্পাদক পদে মো. মোশাররফ হোসেন, সহ-সভাপতি পদে বিল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে গোলাম কিবরিয়া এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. ফারুক মিয়া নির্বাচিত হন।
ভোটের ফলাফল ঘোষণা শেষে বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কাউন্সিলর ও নেতা-কর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin