আলী আহসান রবি:রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও চার নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলো- ১। রাজশাহীর চারঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক, সাবেক চারঘাট উপজেলা যুবলীগ সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুন (৪২) ২। পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, পটুয়াখালী জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, আওয়ামী লীগ মনোনীত পটুয়াখালী সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং পটুয়াখালী সদর থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মনির (৪৮) ৩। কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ মনোনীত কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালমা জাহান (৪০) ৪। গাজীপুর জেলার টংগী থানা যুবলীগের সহ-সভাপতি এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৫ নম্বর ওয়ার্ডের যুগ্ম-আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান টিটু ( ৫২)।
ডিবি সূত্রে জানা যায়, রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১:০৫ ঘটিকায় ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম হাতিরঝিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে কাজী মাহমুদুল হাসান মামুনকে গ্রেফতার করে। একই দিন সন্ধ্যা আনুমানিক ০৬:৫০ ঘটিকায় ধানমন্ডি ওয়্যারলেস সেন্টার এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মিজানুর রহমান মনির ও সালমা জাহানকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম।
ডিবি সূত্রে আরও জানা যায়, রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় ডিবি- সাইবার বিভাগ খিলগাঁও চৌধুরী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মোস্তাফিজুর রহমান টিটুকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin