প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১১:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৫, ৩:২১ পি.এম
আসন্ন শারদীয় দুর্গাপূজা -২০২৫ উপলক্ষে সিরাজগঞ্জ জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৫ সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন উপলক্ষে পুলিশ অফিস সম্মেলন কক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন অত্র জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ফারুক হোসেন মহোদয়। মতবিনিময় সভার সঞ্চালনা করেন জনাব মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সিরাজগঞ্জ।
সভার শুরুতে পরিচিত পর্বের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। উপস্থিত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ পূজা উদযাপন পরিষদের জেলা ও থানা পর্যায়ের সভাপতি এবং সেক্রেটারিগণদের উপদ্দেশ্যে পূজা সংক্রান্তে মন্ত্রণালয় ও পুলিশ হেডকোয়ার্টার্স হতে বিভিন্ন নির্দেশনাসহ করণীয় ও বর্জনীয় সংক্রান্তে একটি প্রেজেন্টেশন দেখানো হয়। পরে পুলিশ সুপার মহোদয় পূজা উদযাপন পরিষদের সভাপতি এবং সেক্রেটারিগণদের বক্তব্য শুনেন।
পরিশেষে সভার সভাপতি মহোদয় সার্বিক নিরাপত্তাসহ আইন-শৃঙ্খলা বিষয়ে পূজা উদযাপন পরিষদের জেলা ও থানা পর্যায়ের সভাপতি এবং সেক্রেটারিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের করণীয় ও বর্জনীয়সহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
উক্ত মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ পূজা উদযাপন পরিষদের সভাপতি ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin