প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১১:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৫, ৩:২৪ পি.এম
জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনালে বিভাগীয় কমিশনারের আগমন

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর জেলা স্টেডিয়ামে এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর বর্ণাঢ্য ফাইনাল খেলা। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং জেলা ফুটবল এসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল ক্রীড়াঙ্গনকে আরো উজ্জীবিত করা এবং তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদনে সম্পৃক্ত করা।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব হাছিনা বেগম এর সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার জনাব মোঃ মোখতার আহমেদ মহোদয়ঁ।
এছাড়াও উপস্থিত ছিলেন—জনাব এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন, সভাপতি, জামালপুর জেলা ফুটবল এসোসিয়েশন ও সাবেক মেয়র, জামালপুর পৌরসভা; জনাব অধ্যক্ষ আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, সভাপতি, ময়মনসিংহ বিভাগীয় ফুটবল এসোসিয়েশন ও সাবেক পরিচালক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড; জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা, পুলিশ সুপার, জামালপুর ও আহ্বায়ক, টুর্নামেন্ট পরিচালনা কমিটি; জনাব ইফতেখার ইউনুস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জামালপুর ও সদস্য সচিব, টুর্নামেন্ট পরিচালনা কমিটি।
এর আগে মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয় জামালপুর সার্কিট হাউসে এসে পৌঁছালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় তাঁকে অনাড়ম্বর ফুলেল শুভেচ্ছা জানান। পরে জামালপুর জেলা পুলিশের সুসজ্জিত ও চৌকস একটি দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
ফাইনাল খেলায় উপচে পড়া দর্শক সমাগমে স্টেডিয়াম মুখরিত হয়ে ওঠে। ফুটবলপ্রেমী জনতা তাদের প্রিয় দলকে উজ্জীবিত করতে মাঠজুড়ে সৃষ্টি করে এক অনন্য উৎসবের আবহ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin