প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৭, ২০২৫, ৪:১২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ২:২৫ পি.এম
শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী পুলিশ ও সিভিল সদস্যদের সাথে পুলিশ সুপারের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক: অদ্য ২৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ জেলা পুলিশ নাটোরের আয়োজনে জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম, পুলিশ সুপার, নাটোরের সভাপতিত্বে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে জেলা পুলিশে কর্মরত সনাতন ধর্মাবলম্বী পুলিশ ও সিভিল সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
পুলিশ সুপারের এরকম উদ্যোগে সনাতন ধর্মাবলম্বী পুলিশ ও সিভিল সদস্যরা আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং পুলিশ সুপারকে ধন্যবাদ জানান।
এ সময় নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মাহমুদা শারমিন নেলীসহ অন্যান্য অফিসার ও ফোর্স এবং সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin