হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জে অভিযান চালিয়ে ১৬শ পিস ইয়াবা ও নগদ ৭ লাখ ৫০ হাজার টাকাসহ আব্দুল মাজেদ (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের সুন্দর আলী তরফদারের ছেলে।
বুধবার (১ অক্টোবর-২৫) বিকালে উপজেলার কৃষ্ণনগর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল মাজেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) এর ১০(ক) ও ২৬(১) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হিসেবে অধিদপ্তরের পরিদর্শক লায়েকুজ্জামান কালিগঞ্জ থানায় এজাহার দাখিল করেন। গ্রেপ্তার আসামিকে কালিগঞ্জ থানার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin