প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩, ২০২৫, ৭:১১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২৫, ৪:২৬ পি.এম
মাধবদী কান্দাপাড়া এলাকায় ডাকাতির ঘটনায় ০৭ জন ডাকাতকে গ্রেফতারসহ স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করেছে নরসিংদী জেলা পুলিশ

গত ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার রাতে মাধবদী থানাধীন কান্দাপাড়া এলাকায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা সংঘটিত হয়। এ সংক্রান্তে জেলা পুলিশ, নরসিংদীর একাধিক টিম অভিযান পরিচালনা করে ঘটনায় সাথে জড়িত মোট ০৭ জন ডাকাতকে গ্রেফতারসহ লুন্ঠিত ৭ আনা ৭ পয়েন্ট স্বর্ণ এবং নগদ ১০ হাজার টাকা উদ্ধার করেছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন ১। মোঃ কাজল মিয়া (৫০), পিতা-মৃত আলেক মিয়া, মাতা-জামেলা বেগম, সাং-তালতলী, থানা-পলাশ, জেলা-নরসিংদী, ২। মোঃ শরিফুল ইসলাম (২৬), পিতা-মোঃ মুছা মিয়া, মাতা-হেলেনা বেগম, সাং-কান্দাপাড়া থানা-মাধবদী জেলা-নরসিংদী, ৩। মোঃ সাগর মিয়া (২২), পিতা-মোঃ কাইয়ুম মিয়া, সাং-কাজীরচর (বাঘের বাড়ি), থানা পলাশ জেলা নরসিংদী, ৪। মোঃ মৃদুল হাসান (২০) পিতা-আশরাফুল আলম, সাং-কাজীরচর (মফি মেম্বারের বাড়ি), থানা-পলাশ, জেলা-নরসিংদী, ৫। মোঃ সুজন মিয়া (২০) পিতা-বাচ্চু মিয়া, সাং-কাজীরচর, থানা পলাশ জেলা-নরসিংদী, ৬। মোঃ মনির হোসেন (২)এবাদুল্লাহ (মুন্না (৩৮) পিতা-আব্দুল আজিজ, সাং-কাজীরচর, থানা পলাশ, জেলা-নরসিংদী ও ৭। হীরানাথ দাশ (৪২) পিতা-বিজর কুমার দাস মাতা-শীবানী রানী দাস, সাং-জয়নগর, থানা পলাশ, জেলা-নরসিংদী।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin